Pakistanis shout 'India Zindabad'
ব্যুরো নিউজ, ৩১ মার্চ: 'ভারত জিন্দাবাদ' বলে উচ্চৈঃস্বরে চিৎকার পাকিস্তানিদের। কি হল এমন হঠাৎ 'ভুতের মুখে রাম নাম'? 

পুরনো কলকাতার অগোচরেই জমে উঠেছে ‘উত্তরের আড্ডা’
আরব সাগরে সোমালি জলদস্যুদের খপ্পরে পড়ে পাকিস্তানি নাগরিক-সহ একটি জাহাজ। আর সেখানেই এক দুঃসাহসিক অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের খপ্পর থেকে উদ্ধার করে ওই পাকিস্তানি জাহাজটি। ওই জাহাজে ২৩ জন পাকিস্তানি ছিলেন। দস্যুদের থেকে উদ্ধার পেয়ে উল্লাসের সঙ্গে উচ্চৈঃস্বরে 'ভারত জিন্দাবাদ' স্লোগান দেন তারা।
Advertisement of Hill 2 Ocean
28 মার্চ গভীর সন্ধ্যায় ইরানের মাছা ধরার ট্রলার 'আল-কাম্বার' কব্জা করে জলদস্যুরা। আর সেই ট্রলারেই ছিল ২৩ জন পাকিস্তানি। 29 শে মার্চ আরব সাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনীর দুই যুদ্ধ জাহাজ ওই মাছ ধরার ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হয়। যুদ্ধ জাহাজগুলি হল INS সুমেধা ও INS ত্রিশূল। ঘটনায় ন'জন সশস্ত্র জলদস্যু আত্মসমর্পণ করে নৌ সেনার কাছে। তাদেরকে গ্রেফতার করে বিচারের জন্য আনা হয় ভারতে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর