olympics 2024 qualification

ব্যুরো নিউজ, ২১ এপ্রিল : প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন অলিম্পিক ২০২৪। রাশিয়ান ক্রীড়াবিদদের এই খেলায় অংশ গ্রহনের অনিশ্চয়তার মাঝেই প্যারিসের টিকিট পেল ভারতীয় টিটি দল ও কুস্তীগিররা।

উঠে গেল স্বাস্থ্যবিমার বয়সসীমা | নিয়মে আর কি কি বদল?

পঞ্জাবের বিরুদ্ধে জিতেও সঠিক সময়ে ওভার শেষ করতে না পারায়, আর্থিক জরিমানার মুখে হার্দিক পাণ্ড্য!

এশিয়ান ওলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ড জিতে এবার প্যারিসের পথে ভারতীয় টেবিল টেনিস দল ও কুস্তীগিররা। প্যারিস অলিম্পিক ২০২৪-এর টিকিট জিতে নিয়েছে ভারতীয় পুরুষ এবং মহিলা  টেবিল টেনিস দল। এই প্রথম পুরুষ এবং মহিলা টেবিল টেনিস দল অলিম্পিকে যোগ্যতা অর্জন করল।

আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের তালিকা অনুযায়ী জানা গিয়েছে, অলিম্পিকে সুযোগ পেয়েছে ১৬ টি দেশ। এর মধ্যে ভারতের পুরুষ দলের রাঙ্কিং ১৫। আর মহিলাদের রাঙ্কিং ১৩ নম্বরে।

এদিকে, ভারতীয় কুস্তিগিরদের মধ্যে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে প্যারিসের টিকিট জিতে নিয়েছেন ভিনেশ ফোগাট। এছাড়াও ওলিম্পিকসের যোগ্যতা অর্জন করেছেন রিতিকা (৭৬ কেজি) ও আনশু মালিক (৫৭ কেজি)। ৫৩ কেজি বিভাগে আগেই কোটা অর্জন করেছেন অন্তিম পাঙ্ঘাল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর