odissa gold mine

ব্যুরো নিউজ,২৭ মার্চ : ভারতে সোনার খনির কথা বললে এতদিন মূলত কোলার গোল্ড ফিল্ডস বা কর্ণাটকের কয়েকটি অঞ্চলই মানুষের মনে আসত। তবে এবার দেশের স্বর্ণ মানচিত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। উড়িষ্যায় একাধিক স্থানে বিপুল পরিমাণ সোনার মজুতের সন্ধান মিলেছে, যা রাজ্যটিকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণখনি কেন্দ্রে পরিণত করতে পারে।উড়িষ্যার খনিজ ও খনন মন্ত্রী বিভূতিভূষণ জেনা সম্প্রতি রাজ্যের বিধানসভায় জানিয়েছেন যে, একাধিক জেলায় স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, সুন্দরগড়, নবরংপুর, আঙ্গুল ও কোরাপুট জেলায় বড় পরিমাণে সোনা রয়েছে। এছাড়াও মলকানগিরি, সংবলপুর এবং বৌদ্ধ জেলাতেও সোনার খনি থাকার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

তৃণমূলের মঞ্চে আইসি, গলায় উত্তরীয় ঘিরে বিতর্ক

বিশেষ করে ময়ূরভঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে সোনার উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, জশিপুর, সুরিয়াগুডা, রুয়ানসি, ইডেলকুচা, মারেদিহি, সুলেপাত এবং বাদামপাহাড় অঞ্চলে সোনার বিশাল মজুত রয়েছে।

নিলামের পথে উড়িষ্যা সরকার

উড়িষ্যা সরকার এই বিপুল সম্পদকে কাজে লাগাতে বড় পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার সোনার খনি ব্লক নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে। জানা গেছে, দেবগড় জেলার একটি স্বর্ণখনি প্রথম ধাপে নিলামের জন্য চিহ্নিত হয়েছে। এছাড়াও, কেওনঝড় জেলার গোপুর-গাজিপুর, মঙ্কদচুয়া, সালেকানা এবং দিমিরিমুন্ডা এলাকায়ও সোনার খনি পাওয়ার সম্ভাবনা রয়েছে।সরকারি সূত্রে জানা গেছে, নিলামের পর দ্রুত খনন কাজ শুরু করা হবে। পাশাপাশি, নতুন এলাকাগুলিতেও অনুসন্ধান চলবে, যাতে আরও স্বর্ণ ভান্ডারের সন্ধান পাওয়া যায়।

লোহার কনটেনারে আশ্রয়, তবুও সরকারি সাহায্য নেই! হাওড়ার বেলগাছিয়ার অসহায় পরিবারগুলোর করুণ চিত্র !

অর্থনীতি ও কর্মসংস্থানে বড় প্রভাব, বিশেষজ্ঞদের মতে, উড়িষ্যার স্বর্ণখনি যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, তাহলে রাজ্যের অর্থনীতিতে বিপুল পরিবর্তন আসবে। নতুন বিনিয়োগ আসার পাশাপাশি প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, রাজ্যের রাজস্ব আয়ও বহুগুণ বৃদ্ধি পাবে।উড়িষ্যা কি নতুন স্বর্ণখনি কেন্দ্র হতে চলেছে? এই নতুন সোনার সন্ধান ভারতজুড়ে আলোড়ন ফেলেছে। কোলার গোল্ড ফিল্ডসের পর এবার উড়িষ্যা তার বিশাল স্বর্ণসম্পদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

২৫ মার্চ দিল্লি বিধানসভায় বাজেট পেশ, কী কী নতুন সিদ্ধান্ত আসতে পারে?

তবে বড় প্রশ্ন হলো, এই খনিগুলিকে কত দ্রুত এবং কীভাবে বাণিজ্যিকভাবে কাজে লাগানো হবে। যদি এখানে থেকে সোনা উত্তোলন শুরু হয়, তাহলে ভারতের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন গোটা দেশের নজর উড়িষ্যার এই স্বর্ণখনির ভবিষ্যতের দিকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর