ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: NRS হাসপাতালে দালাল চক্র! গ্রেফতার ২
হাসপাতালে দালাল চক্র! অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা।
চূড়ান্তে বোস-বসু সংঘাত | বোসের বিরুদ্ধে ধর্নায় বসু
বেশকিছুদিন আগেই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের অভিযোগ তোলেন কমারহাটির বিধায়ক মদন মিত্র। গতকাল লালবাজারের গুন্ডা দমন শাখা তারা NRS, SSKM হাসপাতাল-সহ শহর কলকাতার একাধিক হাসপাতালে অভিযান চালান।
লালবাজারের গুন্ডা দমন শাখার কাছে আগে থেকেই খবর ছিল হাসপাতালে ভর্তি হবার জন্য একটা রেকেট চলছে। সেই র্যাকেটকে ধরার চেষ্টা চালায় লালবাজারে গুন্ডা দমন শাখা। এরপর শনিবার সন্ধ্যের সময় এনআরএস হাসপাতাল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম গৌতম সরকার ও বিলাস সিংহ। পুলিশ সূত্রে খবর, একজনের বাড়ি নদীয়ায় অপরজনের বাড়ি নারকেলডাঙ্গায়। ইভিএম নিউজ
NRS হাসপাতাল