offbeat-place-ramdhura

শর্মিলা চন্দ্র, ৬ মে: গ্রীষ্মের ছুটিতে যদি কোনো ছোট্ট গ্রামে সময় কাটাতে চান অথবা বর্ষাতে পাহাড়ের মায়ামী সৌন্দর্য উপলব্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে পাবং।

পাহাড়ি শোভা আপনাকে মুগ্ধ করবে

ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু কমপক্ষে ৫৬ জনের

কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম পাবং। নিউ জলপাইগুড়ি থেকে তিন ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন গন্তব্যে। এই তিন ঘন্টার রাস্তায় আপনি দেখতে পাবেন আঁকাবাঁকা পাহাড়ি পথ, পানবু ধাড়া ভিউ পয়েন্ট, পাহাড়ের মধ্যে সর্পিল ভঙ্গিতে এগিয়ে চলা তিস্তাও দেখতে পাবেন। পথ চলতি পাহাড়ি রোদ্দুর গায়ে মাখতে মন্দ লাগবে না। রঙবেরঙের পাহাড়ি ফুলের শোভা দেখতে দেখতে কীভাবে গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না।

নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কীভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে।

পাবং থেকে কী দেখবেন-

পানবু ধাড়া ভিউ পয়েন্ট, লামাদারা, কোলেখাম, ডাবলিং ভিউ পয়েন্ট, চারখোল, লাভা, রিশপ, লোলেগাঁও, চেঞ্জি ফলস, রামধুরা, জলসা বাংলো, সিলারি গাঁও, ইচ্ছে গাঁও, ডেলো, অর্কিড গার্ডেন, হনুমান টপ। তাই আর দেরি না করে গ্রীষ্কের ছুটিতে ঘুরে আসতে পারেন পাবং থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর