ব্যুরো নিউজ, ১৭ মে : শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি একাধিক ইস্যুতে লোকসভা নির্বাচনের মাঝে কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল সরকার। আর এবারের নির্বাচনে এই ইস্যুগুলি বিজেপির মূল হাতিয়ার। নির্বাচনী প্রচারে রাজ্যে এসে এই ইস্যুগুলিকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা সকলেই। এর সঙ্গে আবাস যোজনার টাকা নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁদের। আর এবার কলকাতায় এসে একই বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
রাজা চার্লস-এর প্রতিকৃতি ঘিরে বিতর্ক! দৈত্যের সঙে তুলনা!
‘সন্দেশখালিতে ভিক্টিম শেমিং করছে তৃণমূল’
তৃণমূল সরকার বরাবরই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ায়। এবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করার অভিযোগে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ‘টিএমসি মানে তোলাবাজি, মাফিয়া, দুর্নীতি। মানুষের জন্য স্কিমে করাপশন। ১০০ কোটি টাকার দুর্নীতি করেছে।’ এই ভাষাতেই রাজ্য সরকারকে নিশানা করলেন নির্মলা সীতারমণ।
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ব্যাকফুটে পাঠাতে বিরোধীদের কাছে বড় ইস্যু বলা যায় সন্দেশখালি। শাহজাহান শেখ থেকে শুরু করে মহিলাদের উপর নির্যাতন, বিদেশি অস্ত্র উদ্ধার সব কিছুতেই প্রশ্নের মুখে রাজ্য সরকার। এরপর নিত্য নতুন ঘটনা প্রবাহে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালি। এই আবহে এদিন কলকাতার অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ‘সন্দেশখালিতে ভিক্টিম শেমিং করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও করেছেন। পার্ক স্ট্রিটের সময়।’ সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ জানাতে এইভাবেই মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।