NIA investigation

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: গত বছর ৩০ মার্চ  রামনবমী উদযাপিত হয়। সেই রামনবমীর মিছিল ঘিরে ঘটে হিংসার ঘটনায়। সেই ঘটনায় উত্তর দিনাজপুর জেলায় ১৬ জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

বাল্যবিবাহ রুখতে বিল বাতিল | বিরোধিতায় বিধানসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

Advertisement of Hill 2 Ocean

৩০ মার্চ রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা ছাড়াও বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটে। ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি জনস্বার্থ মামলা করেন। সেই মামলায় গত বছরই এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়  রাজ্য। এই মামলায় এনআইএ তদন্তের নির্দেশে স্থগিতা দেশের আবেদন জানায় রাজ্য। তবে সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

এরপর এনআইএ তদন্তে নেমে ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকে ১৬ জনকে চিহ্নিত করে গ্রেফতার করে তাদের। জানা গিয়েছে, ধৃতেরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে হিংসা, ষড়যন্ত্র ও হামলা চালানোর অভিযোগ রয়েছে।এনআইএ সূত্রের খবর, ডালখোলার তাজামুল চকে গোষ্ঠীহিংসার ঘটনায় রাজ্য পুলিশের কাছে মোট ১৬২ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর