ইভিএম নিউজ ব্যুরো, ২৭ জুলাইঃ (Latest News) বেতন কাঠামো পরিবর্তন, সঠিক হারে পিএফ,পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সহ একাধিক দাবি নিয়ে Nh ১৯ কর্মচারীরা আন্দোলন শুরু করে কাজ বন্ধ করে দিলেন। প্রায় দুশো জন কর্মচারী এ দিন কর্ম বিরতির ডাক দিলেন। যতদিন না তাদের এই সমস্যা মিটবে তাদের এই আন্দোলন জারি রেখে কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
মূলত তাদের যে সমস্যা পিএফ হিসেবে পনেরশো টাকা কেটে নেয়ার পর একাউন্টে জমা হচ্ছে ৪৮০ টাকা কোন কোন মাসে ৫৭৬ টাকা ৪৮০ টাকা আবার কোন কোন মাসে কোন টাকায় জমা পড়ছে না, সরকার নিয়ম অনুযায়ী বেতন ৬১৬ টাকা হাতে মিলছে ৪০০ টাকা, ইএসআই কাটা হচ্ছে অথচ একাউন্টে কোন জমা হচ্ছে না, আধঘন্টা কাজের বদলে ৯ ঘন্টা কাজ করানো হচ্ছে, দুর্গাপুজো অতবা ঈদের বোনাস মিলছে না হাজার টাকা অনুদান হিসেবে মিলছে, সাপ্তাহিক রবিবার ছুটিতে কোন পয়সা মিলছে না, কোন সরকারি ছুটিতে মিলছে না পয়সা, সরকারী নিয়মে বেতন কাঠামো পরিবর্তন হয় তার পরিবর্তন হচ্ছে না বলেই দাবি, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে কর্মচারীরা বাধ্য হয়ে আজ থেকে আন্দোলনে নামলেন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে গেলে তারা কোন ব্যাপারেই আমাদের কাছে মুখ খোলেননি। (EVM News)
 
				
 
								 
								 
								 
								

















