ব্যুরো নিউজ, ১২ জুন: গত রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই চলে মোদীর নয়া মন্ত্রীসভার দায়িত্ব বণ্টনের কাজ। কাদের কোন মন্ত্রক দেওয়া হবে তা নিয়ে সোমবার হয় বৈঠক। এরপরেই মঙ্গলবার কাজের তোড়জোড় শুরুও করে দেয় মোদীর নয়া মন্ত্রীসভা। আর এবার নতুন সেনা প্রধান পেল দেশ।
দ্রুত গতির ইন্টারনেট আনছে টাটা! ১৫০০০ কোটি টাকার চুক্তি BSNL-এর সঙ্গে
গত মাসেই সেনা প্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু এদিকে চলছিল লোকসভা নির্বাচন। সেই কারনেই তাঁর এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে সে সব মিটতেই, গত মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদীর নাম পরবর্তী চিফ অব আর্মি স্টাফ হিসাবে ঘোষণা করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনা প্রধান পদ থেকে অবসর নিতে চলেছেন জেনারেল মনোজ পান্ডে। তারপরই এই পদে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কাশ্মীরের পাশাপাশি রাজস্থান সেক্টরেও বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অসম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদের দায়িত্বও সামলেছেন তিনি।