ব্যুরো নিউজ, ১৭ জুন : NEET-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিরোধীদের দাবি ছিল শীর্ষ আদালতের নিযুক্ত কোনও তদন্তকারী দল এই বিষয়ে তদন্ত করুক। সেই মতো সুপ্রিম কোর্টে অভিযোগ পত্র জমাও পড়ে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে আর এরজন্য এনটিএ-কে জবাব দিতে হবে। অন্যদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংস্থার অনেক উন্নতিসাধনের প্রয়োজন রয়েছে। এই অসঙ্গতির আড়ালে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
১ জুলাই থেকে বন্ধ সরকারি কর্মীদের এই সুবিধা, ‘যুগান্তকারী’ সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার
‘দোষী সাব্যস্ত হলে কাউকে রেয়াত নয়’
দেশের মধ্যে দুটি জায়গায় নিট ইউজি নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে সময় কম থাকায় কিছু পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দুই জায়গায় কিছু অনিয়মের ছবি প্রকাশ্যে এসেছে। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আমরা সব তথ্য পেয়েছি। এই বিষয় নিয়ে অবশ্যই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’ পাশাপাশি তিনি একথাও বলেন, এনটিএ-র ঊর্ধ্বতন কর্মীরা দোষী সাব্যস্ত হলে কাউকে রেয়াত করা হবে না। দোষীর কঠোরতম শাস্তি হবে বলেও কড়া বার্তা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।