ব্যুরো নিউজ, ২০ জুন : সন্ত্রাসবাদীদের হামলায় মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ভূস্বর্গ। সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে কেন্দ্র ও রাজ্যের তরফে সবরকম চেষ্টাও করা হচ্ছে। তবে সন্ত্রাবাদ রুখতে উন্নয়নই যে একমাত্র পথ হতে পারে এবার তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জন্মু-কাশ্মীর পৌঁছে একথা জানান মোদী। উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী জন্মু-কাশ্মীরে ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সূত্রের খবর, ১৫০০ কোটি টাকা খরচ হয়েছে প্রকল্পগুলির জন্য।
জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
একাধিক উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ
জল সরবরাহ, উচ্চশিক্ষা, কাশ্মীরে সড়ক পরিবহনে উন্নয়নের খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে। শিল্প উন্নয়নের পাশাপাশি ছটি সরকারি কলেজ তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। যুব সমাজের পাশে থাকারও বার্তা দিয়েছে গেরুয়া শিবির। চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১৮০০ কোটি টাকা কৃষি ও সহযোগী ক্ষেত্রে ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক উপকৃত হবেন। এদিন মোদী ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে খবর, এদিন ২০০০ জন যুবাকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ভূস্বর্গে শান্তি ফেরাতে কোনও বিভাজনের রাজনীতি নয়, উন্নয়নকেই হাতিয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।