ISRO

ব্যুরো নিউজ, ২১ মে : আগামী ১ জুন সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই বঙ্গের প্রচারে ঝড় তুলতে চলেছে গেরুয়া শিবির। এবার বঙ্গে শুধু নির্বাচনী সভা নয় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই রোড শো থেকেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে ভোট চাইবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তার রোড শো-র দিনক্ষণ ও যাত্রাপথ ঠিক হয়েছে। সূত্রের খবর তার যাত্রাপথের সবকিছু খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি।

আবারও ‘হামলা’র আশঙ্কা! রামকৃষ্ণ মিশনে হামলায় প্রতিবাদের সুর কার্তিক মহারাজের

শেষদফা নির্বাচনের আগে প্রচারের ঝড় গেরুয়া শিবিরের

বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ মে উত্তর কলকাতায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে তার রোড শো-র জন্য শ্যামবাজার থেকে সিঁথি পর্যন্ত রুট চূড়ান্ত হয়েছে। আগামী মঙ্গলবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে সঙ্গে নিয়ে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই তাপস রায়ের জন্য জনসমর্থন চাইবেন। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে উত্তর কলকাতায় মোদি রোড শোকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে। তবে এসপিজি চূড়ান্ত অনুমোদন দিলে তবেই এই রোড শো হবে। অন্যদিকে ২৯ মে মোদীর আরো দুটি জনসভা রয়েছে। একটি বারাসাত ও আরেকটি বারুইপুরে। এ দিনের জনসভা করেই এবারের লোকসভা নির্বাচনের প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

BJP Helpline

অন্যদিকে তাপস রায়ের সমর্থনে মিঠুন চক্রবর্তীও জোড়া বাগান এলাকায় রোড শো করবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক বরানগরের বিধায়ক তাপস রায় দলবদল করে বিজেপিতে যোগ দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নিয়েছিলেন দলীয় পতাকা। তার কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার আসনে তাঁকেই প্রার্থী করে বিজেপি। উত্তর কলকাতার আসনে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবারও উত্তর কলকাতার আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর