ব্যুরো নিউজ, ৮ জুলাই : দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সোমবার সকালে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর আমন্ত্রণে সাড়া দিতেই রাশিয়া শহরে প্রধানমন্ত্রী।
এবার ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যু! গেফতার ২
পুতিনের আমন্ত্রানে সাড়া দিতে রাশিয়া সফরে মোদী
সূত্রের খবর দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা ও বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও মোদি ও পুতিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও দুজনের মধ্যে আলাদা কিছু বিষয় কথা হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য ২০২২ এ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম রাশিয়া সফর। অন্যদিকে এদিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী লেখেন, ‘আগামী তিনদিন আমি রাশিয়া ও অস্ট্রিয়ায় থাকব। ভারতের দীর্ঘ সময়ের বন্ধুদের সঙ্গে ফের একবার বন্ধুত্ব মজবুত করার জন্য দারণ এই সফর এটি। এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী আমি।’