ব্যুরো নিউজ, ১১ জুন : ‘যোগব্যায়াম সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে।’ যোগ দিবসের দশ দিন আগে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে এই বার্তা নমোর।
রাজ্যগুলিকে করের টাকা মেটানোর অনুমোদন কেন্দ্রের
‘বিশ্বের সকল মানুষকে একত্রিত করেছে’
২০১৪ তে প্রথমবার প্রধানমন্ত্রী আসনে বসার পর ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময়ে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ২১ জুন দিনটি প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১ জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর তারপর থেকেই এই দিনটি দেশ-বিদেশের কোটি কোটি মানুষ শোক দিবস হিসেবে পালন করেন।
এ বছর আসন্ন যোগ দিবস উপলক্ষে মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবস উপলক্ষে এদিন এক্স হ্যান্ডেলে নমো লেখেন, ‘আজ থেকে ১০ দিন পরই গোটা বিশ্ব দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে। এই অনুশীলন একতা এবং সম্প্রীতির উদযাপন। আজ, যোগব্যায়াম সাংস্কৃতিক এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে। সমগ্র বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে সুস্থতার সাধনায় ব্রতী হয়েছেন।’