modi on opposition

ব্যুরো নিউজ, ২৩ মে : লোকসভা নির্বাচনের প্রচারে মোদি সরকারের বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের মূল হাতিয়ার ছিল দলিত আদিবাসী ও অনগ্রসরদের বঞ্চনা। কিন্তু সেই বঞ্চনার কথা তুলে ধরতে গিয়ে কার্যত নিজের দলকেই অস্বস্তিতে ফেললেন রাহুল গান্ধী। কংগ্রেসের আগের সরকারগুলিও পিছিয়ে পড়া তথা অনগ্রসর বিরোধী একটি সিস্টেম চালিয়ে গিয়েছে বলে স্বীকার করে নিয়েছেন রাহুল গান্ধী।

‘হাইকোর্ট বড় থাপ্পড় মেরেছে…’ OBC মামলার রায় নিয়ে বিরোধীদের এক হাত নিলেন মোদী

রাহুলের মতো মন্তব্যের পাল্টা খোঁচা মোদীর

নির্বাচনী প্রচারে বারবার রাহুল গান্ধীর মুখে শোনা গিয়েছে এদেশের সিস্টেম আদিবাসী, দলিত, অনগ্রসর বিরোধী। তিনি নিজেই দীর্ঘদিন ধরে এই সিস্টেমের অংশ। তাই সত্যিটা জানেন। এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, ‘আমার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন, যখন আবার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আমি প্রধানমন্ত্রীর বাসভবনে যেতাম। তাই আমি জানি, কীভাবে ভিতরে ভিতরে সিস্টেম কাজ করে। আমাকে এই সিস্টেম থেকে আলাদা করা যাবে না। আমি জানি কীভাবে এই সিস্টেম কাজ করে। কীভাবে এই সিস্টেম নিম্নবর্গের বিরুদ্ধে ঝুঁকে রয়েছে সেটা আমি জানি।’ কংগ্রেস নেতা আরো বলেন, ভুল তার পরিবার করেছে। তাই সেই ভুল শুধরে নেওয়া দরকার।

BJP Helpline

তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘শাহজাদার মুখে সত্যি কথাটা বেরিয়ে পড়েছে! শাহজাদা মেনে নিয়েছে যে কংগ্রেস যে সিস্টেম তৈরি করেছে, সেখানে তফশিলি জাতি এবং ওবিসিদের জীবন নষ্ট করেছে। তাঁর ঠাকুমা, বাবা, মায়ের সময়ে যে সিস্টেম তৈরি হয়েছে, তাতে আদিবাসী, দলিতদের বিরোধী।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর