ব্যুরো নিউজ, ৭ জুন : কংগ্রেস- সহ ইন্ডিয়া জোটকে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের ‘গ্যারান্টি কার্ড’ ইস্যুতে সরব মোদী।
শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে পীযূষ গোয়েলের কটাক্ষের মুখে রাহুল
মঙ্গলবার ভোটের ফলাফলের পর বুধবার লখনউয়ে দেখা গেছে এক অন্য ছবি। সেখানে মহিলা কংগ্রেস কার্যালয়ের সামনে মহিলাদের লম্বা লাইন। তাঁদের দাবি, ‘গ্যারান্টি কার্ড’ চাই। আসলে নির্বাচনী প্রচারে ‘ঘর ঘর গ্যারান্টি’ প্রকল্পে গ্যারান্টি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হাত শিবির। এই ‘গ্যারান্টি কার্ড’-এ দারিদ্র সীমার নীচে থাকা প্রতিটি পরিবারের একজন মহিলা সদস্যকে প্রতি বছর ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে কংগ্রেস। আর তাই ভোটে জিততেই কংগ্রেসের করা সেই দাবি পূরণের আশায় মহিলা কংগ্রেস। কার্যালয়ের সামনে জড়ো হন মহিলারা।
কংগ্রেস কার্যালয়ের সামনে জড়ো হওয়া মহিলাদের একটা বড় অংশ ছিল মুসলমান। ‘গ্যারান্টি কার্ড’ -এর পাশাপাশি তাঁদের মধ্যে অনেকে দাবি করেছেন, তারা ওই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ফর্ম জমা দিয়েছেন। এমনকি তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস কার্যালয় থেকে তাঁদের রসিদও দেওয়া হয়েছে।
তবে উত্তর প্রদেশে ভালো ফল করলেও সরকার গড়তে পারছেনা কংগ্রেস ও ইন্ডিয়া জোট। কেন্দ্রের ক্ষমতায় সেই এনডিএ-ই। ফলে ‘গ্যারান্টি কার্ড’-এর গ্যারান্টি পূরণ হওয়ার আশা নেই। এবার এই ইস্যুতেই ইন্ডিয়া জোট কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।
ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যকে তুলোধোনা কলকাতা হাইকোর্টের
এদিন নরেন্দ্র মোদী বলেন, এনডিএ বরাবর দুর্নীতিমুক্ত, পরিবর্তনশীল সরকার দিয়েছে। কংগ্রেসের ইউপিএ নাম বদলে নিলেও, তাদের পরিচয় একই রয়ে গিয়েছে। দেশবাসী তাদের রিজেক্ট করেছে। এক ব্যক্তির বিরোধিতা করার যে এজেন্ডা নিয়েছিল ইন্ডিয়া জোট, তার জন্য জনগণ তাদেরই জবাব দিয়েছে। বিরোধী আসনে বসিয়েছে।
ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, ওরা মিথ্যা প্রচারের জন্য। ছবি তোলার জন্য জোট ঘোষণা করলেও, একাধিক রাজ্যে নিজেদের মধ্যে লড়াই চলছে। একে অপরের পিঠে ছুরি মেরেছে। একইসঙ্গে মোদী বলেন, ওরা বলেছিল, ১ লাখ টাকা দেবে, আজ তাদের ধাক্কা মারছে, লাঠি মারছে। এটা দেশের গরিবদের অপমান। দেশ কখনও এই আচরণ ভোলে না, আর মাফও করে না।