modi on opposition

ব্যুরো নিউজ, ২৯ মে : ২০১৯-এর পর ২০২৪, আবারও ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার ধ্যানে বসবেন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে। উল্লেখ্য ২০১৯-এর লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের আগে গেরুয়া বসনে কেদারনাথ গুহায় সাধনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। উজ্জ্বল কমলা রঙের চাদর, চোখে চশমা, পিঠে গোঁজা বালিশ নিয়ে মোদীকে ধ্যানে বসতে দেখছিল গোটা ভারতবাসী। সেবার সপ্তম দফার ভোটগ্রহণের আগের দিন ধ্যানে বসেছিলেন। এবারও একই দৃশ্য দেখা যাবে।

সুপ্রিম ধাক্কা কেজরীর! আবেদন খারিজ করল কোর্ট। তিহারেই ফিরতে হবে কেজরীকে!

‘আমরা চুক্তি লঙ্ঘন করেছি’, পাক প্রধানমন্ত্রীর হঠাৎ এই স্বীকারোক্তি কেন? 

বিবেকানন্দ রকে ৩০ মে থেকে ১ জুন সাধনা করবেন

BJP Helpline

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচন শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। এবারের নির্বাচনও সাত দফায় হচ্ছে। আগামী ১ জুন এবারের লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফা। ভোট গণনা ৪ জুন। অন্যদিকে শেষ দফা নির্বাচনের আগে প্রচার শেষ হচ্ছে ৩০ মে। আর ভোটপ্রচার শেষ হলেই সন্ধেবেলা থেকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। সাধনা চলে ১ জুন সন্ধ্যা পর্যন্ত। এদিন বিকেলেই এক্সিট পোল প্রকাশিত হবে। তার আগে টানা দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এবার তামিলনাড়ু কন্যাকুমারীর ঐতিহাসির বিবেকানন্দ রকে সাধনায় বসছেন প্রধানমন্ত্রী। যেখানে এক সময় ধ্যানে বসেছিলেন বিবেকানন্দ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর