modi terget indira gandhi

ব্যুরো নিউজ, ২৫ জুন, শর্মিলা চন্দ্র : সংসদ অধিবেশনের প্রথম দিনে কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০ বছর আগের কংগ্রেসের জরুরি অবস্থার কথা তুলে ধরেন। বলেন, ভারতের যে সংবিধানকে ধ্বংস করা হয়েছিল সেটা ভারতের নতুন প্রজন্ম কোনওদিনও ভুলবে না। অধিবেশনের দ্বিতীয় দিনেও একই বিষয় নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানেন তো? না জানলে এখনই জেনে নিন

‘মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিল কংগ্রেস’

জুলাই মাসে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নিন তালিকা

কংগ্রেস মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে বলে এদিন সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, ‘আজ সেই সব মানুষকে শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জরুরি অবস্থার অন্ধকার দিনগুলি আমাদের মনে করায় কীভাবে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছিল কংগ্রেস। সংবিধানকে বিকৃত করা হয়েছিল। কংগ্রেসের কথা না মানা প্রতি ব্যক্তিকে হেনস্থা, অত্যাচারের শিকার হতে হয়েছে। দেশের বেশিরভাগ মানুষকে জেলে পোরা হয়েছিল। যারা দেশের ওপর জরুরি অবস্থা চাপিয়ে দিয়েছিল তাদের কোনও অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা ব্যক্ত করার।’

এর পাশাপাশি মোদী এদিন ট্যুইটে আরও লেখেন, যে মানসিকতা থেকে কংগ্রেস সেই সময় জরুরি অবস্থা জারি করেছিল, সেই মানসিকতা এখনও কংগ্রেসের মধ্যে বজায় রয়েছে। ক্ষমতার লোভে সেই সময় কংগ্রেস প্রতিটি গণতান্ত্রিক নীতিকে উপেক্ষা করেছিল বলেও উল্লেখ করেন মোদী। শুধু তাই নয় কংগ্রেস দলটি দেশকে কারাগারে পরিণত করেছিল বলেও আক্রমণ শানান। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে সহমত হতে না পারা মানুষদের উপর নির্যাতন করা হত বলেও জানান উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এদিন ৫০ বছর আগের ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তকে তুলে ধরে কংগ্রেসকে তুলোধনা করেন মোদী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর