ব্যুরো নিউজ, ২৫ জুন, শর্মিলা চন্দ্র : জুন মাস শেষ হতে চলেছে। এরপর জুলাই। আর এই জুলাই মাসেই কিন্তু আরবিআই-এর তালিকা অনুযায়ী ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগে থেকে জেনে না রাখলে ওই দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কিন্তু কোনও কাজ হবে না। ব্যাঙ্কের ছুটির তালিকা রাজ্য, শহর ও স্থান অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে উত্তরপূর্ব কোনও রাজ্যের ব্যাঙ্কের ছুটির তালিকার সঙ্গে কিন্তু বাংলার ব্যাঙ্কের ছুটির তালিকা ফারাক থাকে। বিভিন্ন ধর্মীয় ও আঞ্চলিক উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলেয়ে স্টেট ব্যাঙ্ক-সহ ভারতের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নেওয়া যায় কোনদিন কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকছে। আগে থেকে জেনে রাখলে সুবিধা কিন্তু আপনারই।
ভারতীয় রেলের এই নতুন নিয়ম জানেন তো? না জানলে এখনই জেনে নিন
ব্যাঙ্ক বন্ধ থাকলেও চালু থাকবে অনলাইন পরিষেবা
জানেন কাদের বাতিল হচ্ছে আধার? আপনি নেই তো সেই তালিকায়?
৩ জুলাই বেহদিয়েনখলাম উপলক্ষে মেঘালয়ের শিলংয়ের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৬ জুলাই এমএইচআইপি দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ জুলাই রবিবার। সেই কারণে সারা দেশে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ জুলাই কাং রথযাত্রা। এদিন ইম্ফলের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯ জুলাই দ্রুকপা সে-জি উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
১৩ জুলাই দ্বিতীয় শনিবার। এদিন সব ব্যাঙ্ক বন্ধ।
১৪ জুলাই রবিবার। এদিনও সব ব্যাঙ্ক বন্ধ।
১৬ জুলাই হরেলা। এদিন দেরাদুনের ব্যাঙ্ক বন্ধ।
১৭ জুলাই মহরম উপলক্ষ্যে দেশের অনেক রাজ্যের ব্যাঙ্কই এদিন বন্ধ থাকবে।
২১ জুলাই রবিবার। এদিনএ সব ব্যাঙ্ক বন্ধ।
২৭ জুলাই পড়ছে চতুর্থ শনিবার। এদিনও বন্ধ।
২৮ জুলাই রবিবার সব ব্যাঙ্ক বন্ধ থাকছে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনুলাইন পরিষেবা কিন্তু চালু থাকবে। সেক্ষেত্রে ঘরে বসে মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। UPI-এর মাধ্যমেও চাইলে টাকা লেনদেন করা যেতে পারে। এছাড়া ক্যাশ টাকার দরকার হলে এটিএম তো আছেই।