ব্যুরো নিউজ, ২৪ জুন, শর্মিলা চন্দ্র : সোমবার থেকে শুরু হল ১৮তম সংসদ অধিবেশন। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার ও মঙ্গলবার নতুন সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এদিন নরেন্দ্র মোদী সংসদ হিসেবে শপথ নেন। এদিন বিজেপির ভতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আপাতত লোকসভার কাজ সামলাবেন।
বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য,তৃণমূলের সঙ্গে বচসাই কি মৃত্যুর কারণ?
এদিন মোদীর বার্তা, ‘আমরা চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে। সংসদে স্লোগান নয়, মতামত চাই।’ ‘বিকশিত ভারতের সংকল্প পূরণের জন্য আমাদের সকলর দায়িত্ব রয়েছে। আমরা পরিশ্রমে কোনও খামতি রাখব না। তৃতীয়বার দেশ চালাতে গিয়ে আমরা তিনগুণ বেশি পরিশ্রম করব’ বলেও এদিন প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।