bjp worker;s death

ব্যুরো নিউজ, ২৩ জুন, শর্মিলা চন্দ্র : ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। বীরভূমে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। নলহাটি রেল স্টেশনের কাছে বিজেপি কর্মীর গলা কাটা দেহ উদ্ধার। মৃতের নাম প্রদীপ মাল। বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে বচসাই কি মৃত্যুর কারণ?

নিট ইউজি বিতর্কের মাঝেই স্থগিত টেট পরীক্ষা,ঠিক কী কারণে স্থগিত হল টেট পরীক্ষা?

খুন নাকি আত্মহত্যা আপনাকে ট্রেনে ধাক্কায় মৃত্যু সেই নিয়ে তৈরি হয়ে ধোঁয়াশা। পেশায় টোটো চালক প্রদীপ মাল রবিবার ভোরে বাড়ি থেকে বের হন। তার পর তিনি আর বাড়ি ফেরেননি। এরপরই সকাল সাড়ে সাতটা নাগাদ তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ।

বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘আমাদের দলের কর্মী প্রদীপ মালের সঙ্গে লোকসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলের সঙ্গে বিবাদ হয়েছিল। রেল লাইন থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনা যথেষ্ট সন্দেহজনক।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর