tet exam adjourned

ব্যুরো নিউজ, 23 জুন, শর্মিলা চন্দ্র : নিট ইউজি বিতর্কের মাঝেই এবার স্থগিত হল টেট পরীক্ষা। আগামী ২৬ থেকে ২৮ জুন টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে টেট পরীক্ষা আপাতত স্থগিত করা হচ্ছে বলে শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত টেট পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজভবনের পরবর্তী বিকল্প জায়গায় ধরনার প্রস্তাব শুভেন্দুর

কোন রাজ্যে টেট পরীক্ষা স্থগিত হলো

প্রসঙ্গত, গত ১৮ জুন দেশের বিভিন্ন শহরে দুটি শিফটে ওএমআর মোডে জুন সেশনের UGC-NET পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরদিন অর্থাৎ বুধবার একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোস করা হয়েছে, সেই কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়। পাশাপাশি পরীক্ষা আবার নেওয়া হবে এবং সেই সংক্রান্ত তথ্য জানানো হবে বলেও বলা হয়। এবার বিহারের টেট পরীক্ষাও স্থগিত হল।

সূত্রের খবর, বিহারে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল ২৬ থেকে ২৮ জুন। আবার বিহারে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পড়েছে ২৮ ও ২৯ জুন। একই দিনে দুটি পরীক্ষা পড়ে যাওয়ার কারণে টেট পরীক্ষার স্থগিত করা হলো বলে জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত নতুন দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর