ব্যুরো নিউজ, ২৩ মে : ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। আগামী ২৫ মে ষষ্ট দফায় ভোট তমলুকে। আর তার আগেই আগুন জ্বলছে নন্দীগ্রামে। মূলত বিজেপি মহিলা কর্মীর ‘খুন’-এর ঘটনায় উত্তাল। পরিস্থিতি সামলাতে নামানো হল RAF.
রামকৃষ্ণ মিশনে হামলা: পুলিশকর্তার সঙ্গে কয়েকটা ছবিতে পর্দা ফাঁস! জমি কেনাবেচার সঙ্গে প্রশাসনের যোগ?
গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার ১ ব্লকের মনসা বাজার এলাকায় তৃণমূল-বিজেপির জোর সংঘর্ষ বাধে। রাত জেগে দুই দলের কর্মী নেতারা পাহারায় বসছিল। যাতে রাতে কোনও রকম ব্যানার ছেঁড়া, পার্টি অফিসে ভাঙচুর না চালানো হয় সেই জন্যই এই পন্থা। তবে গতকাল রাতে ঘটে অন্যরকম ঘটনা। মধ্যরাতে পাহাড়ারত তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। আর তা থেকেই হাতাহাতি-মারামারি। ঘটনায় বাঁশ, লাঠি, অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। আর এর মধ্যেই এক মহিলা বিজেপি কর্মীর মাথায় বাঁশের বাড়ি লাগায় ওই মহিলা সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে হাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ফলে BJP মহিলা সমর্থকের মৃত্যুতে কার্যত রণক্ষেত্র রুপ নেউ নন্দীগ্রাম।
অভিযোগ, তৃণমূলের দলবল এক বিজেপি কর্মীর উপর বাঁশ লাঠি হাতে চড়াও হলে। ওই বিজেপি কর্মীর মা রতিবালা আড়ি তাঁর ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনায় ওই মহিলার ওপরেও হামলা চালায় তৃণমূল। আর তা থেকেই এই ঘটনা। এছাড়াও আহত হন আরও ৬- ৭ জন। এরপরেই গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এমনকি নন্দীগ্রাম থানার সামনেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ডাক দেওয়া হয় বনধের।
শনিবার ভোট তার আগে রণক্ষেত্র নন্দীগ্রাম। বিজেপি মহিলা সমর্থকের মৃত্যুতে তুমুল অশান্তি-বিক্ষোভ এলাকায়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামলদিতে নামানো হয়েছে র্যাফ, কেন্দ্রীয় বাহিনী। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে পুলিশ।