nail polish

ব্যুরো নিউজ ১৬ মে: ফ্যাশন এবং রূপচর্চার জগতে প্রতিনিয়ত আসছে নতুন নতুন ধারা। তারই একটি নজরকাড়া সংযোজন ‘সোপ নেল’। এখন আর শুধু সাজগোজ মানেই মুখ বা চুলের যত্ন নয়, নখসজ্জাও হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্ট। বিয়েবাড়ি, উৎসব কিংবা ক্যাজুয়াল আউটিং— সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে নখের সৌন্দর্য।এক সময় যেখানে নারীরা শুধুমাত্র লাল, খয়েরি বা গোলাপি রঙের নেলপলিশ ব্যবহার করতেন, এখন সেখানে স্থান করে নিয়েছে নানা স্টাইলের নেলআর্ট। কৃত্রিম নখ, নেল স্টাড, নেল পিয়ার্সিংয়ের পাশাপাশি এখন জনপ্রিয়তার শীর্ষে ‘সোপ নেল’। বলিউড থেকে হলিউডের তারকারাও ঝুঁকেছেন এই স্বচ্ছ ও পরিপাটি লুকের দিকে।

বানতলা ম্যানহোলে দুর্ঘটনাঃ তিন সাফাইকর্মীর মৃত্যু, ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক

সোপ নেল কী এবং কীভাবে করা হয়?

‘সোপ নেল’ মানে এমন এক ধরনের নখসজ্জা, যাতে নখের উপরে স্বচ্ছ মোমের মতো জেল লেপা থাকে। এতে নখ দেখায় পরিষ্কার, চকচকে ও মসৃণ। হালকা গোলাপি, ঘিয়ে বা সাদা রঙের নেলপলিশ ব্যবহার করে তার উপর কয়েক পরত জেল বসানো হয়। নখের চারপাশের ত্বকও পরিষ্কার ও মসৃণ হওয়া জরুরি, যাতে পুরো সাজটি নিখুঁত লাগে।

ভিটামিন সাপ্লিমেন্ট খান? কখন এবং কীভাবে খেলে পাবেন সবচেয়ে বেশি উপকার? রইল নিয়ম

এই স্টাইলটির সৌন্দর্য বজায় রাখতে প্রথমেই নখ গোল করে কেটে নিতে হয়। তারপর পরিষ্কার নখে স্বচ্ছ জেল বা হালকা রঙের নেলপলিশ ব্যবহার করা হয়। চাইলে কেবল জেল দিয়েই এই লুক তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই নখ ও আশপাশের ত্বক পরিষ্কার রাখতে হবে। কালচে দাগ, ময়লা বা শুকনো ত্বক থাকলে সৌন্দর্য নষ্ট হতে পারে। এই ট্রেন্ডি নেললুক পেতে গেলে দরকার নিয়মিত যত্ন। বাড়িতেই কিছু ঘরোয়া উপায়ে আপনি নখকে করতে পারেন ঝকঝকে ও স্বাস্থ্যকর।

১. লেবু ও বেসন প্যাক: লেবুর রস ও বেসন মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এতে নখ উজ্জ্বল হয়।
২. টুথপেস্ট ব্যবহার: নেলপলিশের দাগ তুলতে পুরনো টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।
৩. বেকিং সোডা স্নান: ঈষদুষ্ণ জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে তাতে নখ ডুবিয়ে রাখুন। তারপর ধুয়ে নিয়ে ক্রিম লাগান।
4. অলিভ অয়েল থেরাপি: স্নানের সময় নখে অলিভ অয়েল লাগালে নখ নরম ও চকচকে থাকে।

সিঁদুর লেগে থাকুক কপালে, রক্ত নয়: মোদীর অঘোষিত যুদ্ধবার্তা

নখসজ্জার এই নতুন ধারা যেমন আধুনিক, তেমনি চমকপ্রদ। নিয়মিত পরিচর্যা ও একটু সময় দিলেই আপনি নিজেই পেতে পারেন ‘সোপ নেল’-এর সেই স্টাইলিশ, পরিচ্ছন্ন লুক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর