SIT

ব্যুরো নিউজ,১৭ এপ্রিল: সম্প্রতি মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার পর, রাজ্য পুলিশের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) বুধবার রাতে শমসেরগঞ্জ থানায় তাদের প্রথম বৈঠক করে। সেই বৈঠকে ‘গোয়েন্দা ব্যর্থতা’ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন SIT-এর প্রধান এবং রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার-সহ মোট ৯ জন সদস্য। বাকি সদস্যরা বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন।

শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?

গোয়েন্দা নজরদারির ঘাটতি এবং তদন্তের অগ্রগতি

গত শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা—জঙ্গিপুর, সুতি ও শমসেরগঞ্জ। ঘটনার জেরে প্রাণ হারান তিনজন। এই অশান্তির কারণ অনুসন্ধানে রাজ্য পুলিশ গঠন করে ২০ সদস্যের SIT, যার নেতৃত্বে রয়েছেন সুপ্রতিম সরকার। প্রথম বৈঠকে উঠে আসে তিনটি থানার অধীন এলাকায় অল্প সময়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার বিষয়টি। একাংশের মতে, এই ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত’ হতে পারে এবং গোয়েন্দা বিভাগ আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধৃত নাবালকদের গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবেন যাতে হিংসার পিছনে প্রকৃত পরিকল্পনা ও ষড়যন্ত্রের তথ্য মিলতে পারে। একই সঙ্গে বিভিন্ন থানার পুলিশদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!

অন্যদিকে, ঘটনার দ্রুত তদন্তে অগ্রগতির জন্য প্রশাসন জোর দিয়েছে। ইন্টারনেট পরিষেবা কিছু অংশে সাময়িক বন্ধ করা হলেও, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ধুলিয়ান, সুতি, এবং শমসেরগঞ্জ অঞ্চলে জনজীবন ছন্দে ফিরছে। দোকানপাট খুলছে, রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে এবং রেল ও বাস স্ট্যান্ডে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। যদিও স্থানীয়দের একাংশ এখনও পুরোপুরি নিশ্চিন্ত নন, তবে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর