ব্যুরো নিউজ, ২ জুন : ভোটের আগে থেকে একাধিক জায়গায়, একাধিকবার বোমাবাজি, বোমা বিস্ফোরণ, এমনকি মাঠে ঘাটে ব্যাগ ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে মুর্শিদাবাদে। এমনকি ভোট আবহে বোমা ফেলে প্রার্থীকে ভয় দেখানোর ছবিও উঠে এসেছে শিরোনামে। আর ভোট মিটলেও সেই বোমা- বারুদের ‘সন্ত্রাস’ অব্যাহত মুর্শিদাবাদে।
সালমানের বাড়িতে হামলার অভিযোগে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
গতকাল রাতে পুলিশের অভিযানে ফের উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা। জানা যায়, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে রানিনগর থানার পুলিশ। মুর্শিদাবাদের পানিপিয়া পুরাতনপাড়া মোড় সংলগ্ন এলাকায় উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ। আগামী পরশু ভোটের ফলাফল। তাঁর আগেও ফের বোমা উদ্ধারে ঘটনা। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে থেকেই প্রায় নিত্যদিনই বোমা – বারুদ উদ্ধার হয়ে আসছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। আর ভোট মিটতেও সেই একই ছবি। ফলে ভোট গণনার আগে বা গণনার দিনও যে বড় কোনও অশান্তির ঘটনা ঘটবে না সেই সম্ভাবনা এড়ানো যাচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।