mumbai indians bus

ব্যুরো নিউজ, ২৩ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স দলের বাস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে আসার পথে সমস্যায় পড়ে। হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা সহ অন্যান্য খেলোয়াড়েরা জয়পুরের সোয়াইমান সিংহ স্টেডিয়ামে সময় মতো পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয় সামান্য উদ্বেগ। তবে সুরাহা হয়েছে বিপত্তির। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

শামির ফেরার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ, কেমন আছেন এখন মহম্মদ শামি?

কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায় জয়পুরের ক্রিকেটপ্রেমীদের সাহায্যে

অনেক তো মাটন কারি হল, এবার না হয় ‘হান্ডি মাটন’ হোক! পরোটা বা ভাতের সাথে জাস্ট জমে যাবে!

মুম্বইয়ের বাস হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে আটকে যায় রাস্তার জ্যামে। রোহিত, হার্দিকদের বাস একই জায়গায় দাঁড়িয়ে থাকে বেশ কয়েক মিনিট। তবে জয়পুরের ক্রিকেটপ্রেমীরা তৎপর হয়ে ওঠেন রাস্তায় জ্যাম হতেই। তাঁরা দ্রুত সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বাসের সামনের গাড়িগুলিকে। যাতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের নিয়ে সময় মতো পৌঁছে যেতে পারে বাস স্টেডিয়ামে।

এরপর মুম্বইয়ের বাস রাস্তা ফাঁকা হতেই আবার চলতে শুরু করে। যাওয়ার আগে স্থানীয় মানুষকে রোহিতেরা ভোলেননি হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো। উল্লেখ্য, রাজস্থান এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এ বারের আইপিএলে। সাতটি ম্যাচ খেলে ছ’টিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের দল। ১২ পয়েন্ট তাদের সংগ্রহে। অপরদিকে, সাতটি ম্যাচের তিনটে জয় পেয়েছে হার্দিকের মুম্বই। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে মুম্বই রয়েছে ৬ পয়েন্ট নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর