ব্যুরো নিউজ,১২ আগস্ট:সোমবার দিনটির আমরা দেবাদীদেব মহেশ্বরের পুজো করে থাকি। মহাদেবের পূজোয় কয়েক গুণ বেড়ে যায় সোমবারে। আমরা সকলেই জানি এই সোমবারে বাবার মাথায় জল দিলেই অনেক বাধা-বিপত্তি কেটে যায়। কিন্তু আপনি যদি এই জিনিসটি মহাদেব কে নিবেদন করেন তাহলে, মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে।
আপনার বাড়িতে যদি হঠাৎ এই পশুপাখিগুলির আগমন ঘটে আপনি হয়ে উঠবেন লাভবান
এইভাবে নিবেদন করুন সন্তুষ্ট হবেন মহাদেব
শিব লিঙ্গে যবের সাথে ঘি মিশিয়ে অর্পণ করুন। তার সাথে ভোলানাথের মন্ত্র পড়ুন এবং আরতি করুন। এতে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে। মহেশ্বর কে যদি আপনি যব নিবেদন করেন তাহলে আপনার সকল সমস্যা দূর হবে।। এছাড়া আপনার ঘরে অর্থের অভাব বা দুর্দশা ও দূর করবে।
RG Kar case: কি লুকানোর চেষ্টা?মৃতার মা-র বিস্ফোরক দাবি
কিন্তু অবশ্যই যব দেওয়ার আগে ভগবান শিব লিঙ্গ ঘি মধু দই ও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিন। তারপর যবে ঘি মাখিয়ে ভগবান শিব কে নিবেদন করুন। তার সাথে মন্ত্র জপ করতে থাকুন। এই নিয়মগুলি ঠিকঠাক পালন করলে গ্রহগত সমস্যা।,বা জীবনে যেকোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।