ব্যুরো নিউজ, ২০ মে : আজ ওড়িশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ও বিজেপি বিধায়ক জয়ন্ত সারাঙ্গির হয়ে প্রচারে নরেন্দ্র মোদী। এদিন মারচিকোট চক থেকে শুরু হয় রোডশো। আর মোদীর রোড শো ঘিরে জন – জোয়ার।
৪ জুনের পর কী ‘অ্যাকশন’ মোদীর? তাঁর কথায় কীসের ইঙ্গিত?
সকাল থেকেই জুদ্ধকালিন তৎপরতায় চলছে কাজ। কারন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর সেজন্যই জোর প্রস্তুতি। বড় রাস্তার ধারে, ওলিতে -গলিতে পা ফেলার জায়গা নেই। গিজ গিজে ভিড়। প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখতে বাড়ি থেকে বেড়িয়ে এসেছে ৮ থেকে ৮০। সকাল থেকেই ভিড় রাস্তাঘাটে। মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।
https://x.com/ANI/status/1792387753243734263?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792387753243734263%7Ctwgr%5E5f40f1a37e628b3fc0eb59fb9e697eec6aede570%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fpm-narendra-modi-holds-roadshow-in-puri-for-bjp-candidates-in-lok-sabha-election-2024-1067663.html
এদিন পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী। তবে পুরিতে এমন ছবি দেখা যায় সাধারণত রথে। তবে এ যেনও তমনই! রাস্তায় নেমে এসেছে জনজোয়ার। আর নরেন্দ্র মোদীর রোড-শো শুরু হতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি।
নবীন পট্টনায়ক ওড়িশার বর্তমান এবং ১৪ তম মুখ্যমন্ত্রী। তিনি বিজু জনতা দলের। তিনি ওড়িশার দীর্ঘতম মুখ্যমন্ত্রী এবং ২০২৩ সাল পর্যন্ত, ভারতের যেকোনো রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তবে নরেন্দ্র মোদীর রোড শো-য়ে সাধারণ মানুষের যেই সমর্থন মিলেছে তাতে ২০২৪ -এর খেলা বদলে যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে ভোট আবহে বিজেডি নেতাদের দেখা নেই। প্রায় একাই প্রচারে ভিকে পান্ডিয়ান। তাই যথেষ্ট মর্মাহত ওড়িশাবাসী। তাই ওড়িশার রাজ্যের উন্নতির জন্য পরিবর্তনের সুর শোনা যায় সেখানের মানুষের মুখে।