ব্যুরো নিউজ, ২৩ মে : গতকালই বড় রায় দেয় কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পর তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট, ১৯৯৩ অনুযায়ী নতুন করে ওবিসি তালিকা বানিয়ে সেটা বিধানসভায় পেশ করতে হবে। আর সেই তালিকায় কারা কারা ওবিসি সংরক্ষণের আওতায় আসবে তা চূড়ান্ত করবে বিধানসভা। তবে ২০১০ সালের পর তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা ওবিসি সংরক্ষণের আওতায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে। আর এবার আদালতের এই রায় নিয়ে ইন্ডিয়া জোটকে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদী। এক নির্বাচনী প্রচার থেকে মোদী বলেন, কলকাতা হাইকোর্ট ইন্ডিয়া জোটকে একটা বড় থাপ্পড় মেরেছে।
জানেন কি দক্ষিণ ভারতীয় অভিনেতা আক্কিনেনি নাগা চৈতন্যর গাড়ি সংগ্রহের তালিকা? তাবড় তাবড় গাড়ি রয়েছে এই তারকার কাছে
এদিন তিনি বলেন, ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের সরকার মুসলিমদের ভোটব্যাঙ্কের জন্য, যাচাই না করেই মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আদালত থাপ্পড় মেরেছে।

একই সঙ্গে তুষ্টিকরণের রাজনীতি নিয়ে ইন্ডিয়া জোট-সহ কংগ্রেসকে কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেন, এরাই বলে দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলিমদের। এরাই লাগাতার সরকারি জমি ওয়াকফ বোর্ডকে দিচ্ছে, পরিবর্তে ভোট চাইছে। এরা ধর্মের ভিত্তিতে সরকারি টেন্ডার দিতে চাইছে। তবে কংগ্রেসের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে প্রথম থেকেই সুর চরিয়েছেন মোদী।



















