modi-oath

শর্মিলা চন্দ্র, ৯ জুন: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তার শপথ গ্রহণকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। সাত দেশের রাষ্ট্রপ্রধান হাজির ছিলেন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।

শপথের পরেই ইটালি সফরে যাচ্ছেন মোদী

বাংলা থেকে ২ জন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর

নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ঈশ্বরের নামে শপথ নিয়ে মোদি বললেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রতি কর্তব্য পালন করবেন। মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি। গত মন্ত্রিসভায় তাঁরা যথাক্রমে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলাতেন। মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মন্ত্রী হিসাবে শপথ নিলেন নির্মলা সীতারমণ। বিদেশমন্ত্রী এস জয়শংকরও মন্ত্রী হিসাবে শপথ নিলেন। প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। ফের মন্ত্রিসভায় জায়গা পেলেন পীযূষ গোয়েল। মন্ত্রী হিসাবে শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী হিসাবে শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল।

BJP Helpline

গতবারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রী পদে শপথ নিলেন। গতবারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে। শপথ নিলেন কিরেণ রিজিজু। গত সরকারের মন্ত্রী মনসুখ মাণ্ডব্য শপথ নিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর