Loksabha 2024 Re-Poll
ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: গত শুক্রবার ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। আর সেই ইস্তেহার প্রসঙ্গে উত্তর প্রদেশের সাহারানপুর এবং রাজস্থানের আজমেঢ় থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই মন্তব্য ঘিরে শুরু বিতর্ক। এবার 'নালিশ' জানাতে নির্বাচন কমিশনের দারস্ত কংগ্রেস। 
ফের দুর্নীতির শিকার সন্দেশখালি! ছাড় পেল না স্কুলগুলিও
Advertisement of Hill 2 Ocean

গত শুক্রবার কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর, শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন,  কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে, তাতে স্বাধীনতার সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, কংগ্রেসের ইস্তাহারে সেই চিন্তাভাবনাই প্রতিফলিত হচ্ছে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়েছে।

 নরেন্দ্র মোদীর এই মন্ত্যব্যের পরেই গ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দারস্ত হয়। গত সোমবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে নরেন্দ্র মোদীর এই মন্ত্যব্যের প্রতিবাদ জানায়। কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন সলমন খুরশিদ, গুরদীপ সপ্পল, পবন খেরা, মুকুল ওয়াসনিক।


এর পাশাপাশি প্রধানমন্ত্রীর এই মন্ত্যব্যের প্রতিবাদ করতে দেখা যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর