ব্যুরো নিউজ, ৩০ জুন : লোকসভা নির্বাচনের পর ফের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের জন্য তিন মাস বন্ধ ছিল এই অনুষ্ঠান। নির্বাচনে জয়লাভ করে তৃতীয় বার সরকার গঠন করে এই ১১১তম পর্বে এসে প্রধানমন্ত্রী বললেন, তিনি ফের পরিবারের কাছে ফিরে এসেছেন।
রথযাত্রা উপলক্ষে ৩১৫টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা
লোকসভা নির্বাচনের পর ফের রেডিও অনুষ্ঠানে মোদী
প্রসঙ্গত নির্বাচনের আগে, ১১০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেছিলেন, ‘সামনেই লোকসভা ভোট। মার্চ মাসেই দেশে নির্বাচনীবিধি কার্যকর হবে। তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না।’ নির্বাচনের পর এদিন ফের অনুষ্ঠানে তার বক্তব্য শোনা গেল। প্রথমেই প্রধানমন্ত্রীর মুখে ‘ইতি বিদা পুনর্মিলনায়।’ সংস্কৃত শ্লোক শোনা গেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বাক্যটির অর্থ বড়ই মধুর। এর অর্থই আমি বিদায় নিচ্ছি, তবে ফিরে আসার জন্য। ফেব্রুয়ারি মাসে বলেছিলাম নির্বাচনের সময়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। ভোট শেষ হতেই ফের আপনাদের কাছে চলে এলাম।’
এদিন ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পের কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এই প্রসঙ্গে মোদী বলেন, ‘যদি আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক কোনটা? তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন, মা। আমরা মাকে কিছু দিতে তো পারি না। কিন্তু কিছু করতে তো পারি? এই ভাবনা থেকেই এক বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের নাম ‘এক পেড় মা কে নাম’। সকলকে আহ্বান করা হয়েছে, মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য।’