Road show Modi-Mamatar

ব্যুরো নিউজ, ১৯ মে: ভোটবঙ্গে কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে নারাজ। আর তা যদি হয় মোদী- মমতা, তবে তো ব্যপারি আলাদা! একজন দেশের প্রধানমন্ত্রী আর অন্য জন রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন পদ্ম শিবিরের আর ওপর জন ঘাসফুল শিবিরে। আর আজ ভোর প্রচারে এই দুই ফুলের টক্কর দেখবে বঙ্গবাসী।

ভোটের মাঝেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা! খুন বিজেপি নেতা! আহত পর্যটকরা

২৫ মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ার। আর তাঁর আগেই এই জায়গায় ভোট প্রচার সেরে নিতে চান মোদী-মমতা দু’জনেই। তবে লোকসভা নির্বাচনের আগে একাধিকবার ভঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। দাপটের সঙে প্রচারও সেরেছেন। রাজ্যের দুর্নীতি, কারচুপি নিয়ে আওয়াজ তুলেছেন তিনি। এমনকি সন্দেশখালির মত ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছেন তিনি। সেখানকার মা- বোনেদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

এদিকে আজ একই দিনে দু’ই জায়গায় কর্মসূচি করবেন দুই দলের দুই হেভিওয়েট। এদিন দুপুর ২টো নাগাদ নরেন্দ্র মোদী বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে পৌঁছবেন। আর সেখানেই তাঁর সভা করার কথা।

BJP Helpline

আর অন্যদিকে, আজ বিকেল ৪ তে নাগাদ বাঁকুড়া পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত পদযাত্রা করার কথা। আর দু’জায়গা থেকে এই দুই হেভিওয়েট কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে বঙ্গবাসী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর