ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: ঘারের ওপর নিঃশ্বাস ছাড়ছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচন মিটলেই বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ।
পয়লা বৈশাখের দিন করুন এই ৫ টি কাজ! সংসারে উপচে পড়বে সুখ সমৃদ্ধি
কিন্তু কেন?
১৯ এপ্রিল থেকে শুরু ভোটগ্রহণ। আর ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। আর তারপরেই টেলিকম সংস্থাগুলির ট্যারিফের হার ১৫ থেকে ১৭ শতাংশ বাড়তে পারে। আর মোবাইল রিচার্জ প্ল্যানের দামও বাড়তে পারে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত। অ্যান্টিক স্টক ব্রোকিং-এর রিপোর্টে এমনটাই বলা হয়েছে। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই খাতে শুল্ক বৃদ্ধি অনিবার্য।
এই মূল্য বৃদ্ধির বাজারে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিক ভাবেই মধ্যবিত্তের পকেটে আরও কিছুটা টান পরতে পারে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে পেট্রোল-ডিজেলের দামও বাড়তে পারে। শেষবার টেলিকম শুল্ক বেড়েছে ২০২১ সালের ডিসেম্বরে। তখন শুল্ক বাড়ানো হয় প্রায় ২০ শতাংশ। আর এরপর ২০২৪ -এ ফের একবার মধ্যবিত্তের পকেটে বসতে চলেছে কোপ!