ব্যুরো নিউজ, ৩ জুন: ‘দুধ না খেলে হবে না ভালো ছেলে’ একথা ধ্রুব সত্য বটে, তবে এবার থেকে ভালো ছেলে হতে গেলে পেকেটে যে আরও একটু চাপ বাড়বে। অর্থাৎ দুধ কিনতে আগের থেকেও বেশি টাকা খরচ করতে হবে।
তামিলনাড়ুতে খাতা খুলবে বিজেপি? কি বলছে এক্সিট পোল?
বাড়ল দুধের দাম। দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ানো হচ্ছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। দেশজুড়ে দুধের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে দইয়েরও। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে। বাড়ছে মাদার ডেয়ারি-র দামও। উৎপাদনের খরচ বাড়ার ফলে এই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুধ বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নতুন দামের তালিকা পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে-
আমূল গোল্ডে ৫০০ml প্যাকেটের দাম ৩২ টাকা ।
আমূল গোল্ডে ১ লিটারের প্যাকেটের দাম ৬৬ টাকা।
আমূল স্ট্যান্ডার্ডের ৫০০ml-এর দাম ২৯ টাকা।
আমূল তাজা-র ৫০০ml প্যাকেটের দাম ২৬ টাকা।
আমূল টি স্পেশাল-র ৫০০ml প্যাকেটের দাম ৩০ টাকা।
আমূল শক্তির এক লিটারের প্যাকেটের দাম ৬২ টাকা।
মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা।
মাদার ডেয়ারি টোনড দুধের দাম লিটার প্রতি ৫৬ টাকা.
মাদার ডেয়ারি ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুধের দাম ২ টাকা বাড়ানো হয়েছিল। তারপর এবছর ফের বাড়ানো হল দুধের দাম। উৎপাদনের খরচ বাড়ার পাশাপাশি প্রচণ্ড গরমে দুধ উৎপাদনেও প্রভাব পড়েছে তাই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে দুধ উৎপাদন সমবায়। এও জানানো হয়েছে যে, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি। তবে এবার মাত্র ৩ থেকে ৪ শতাংশই বৃদ্ধি করা হয়েছে দুধের দাম।