ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : দু-একটি নয়, তিনটি গোল নিজেই করলেন লিওনেল মেসি। ক্যাপ্টেন হিসেবে শুধু নিজের গোল নয়, সতীর্থদের জন্যও তৈরি করলেন দুটি গোল। বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মেসির অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্তিনা বিপর্যস্ত করল প্রতিপক্ষকে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃষ্টির পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশে অতিভারী বর্ষণ
মেসির অসাধারণ নেতৃত্বে ও প্রতিভা
২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বুধবার মাঠে নামে আর্জেন্তিনা। ম্যাচটি ছিল একতরফা; বিশ্বচ্যাম্পিয়নরা প্রতিপক্ষ বলিভিয়াকে ৬-০ গোলে হারায়। প্রথম ও দ্বিতীয় অর্ধে ৩টি করে গোল করে আর্জেন্তিনা। ম্যাচের ১৯ মিনিটের মাথায় মেসি প্রথম গোলটি করেন, যা আর্জেন্তিনার জয়যাত্রার সূচনা করে। এরপরে ৪৩ মিনিটে লৌতারে মার্টিনেজের গোলে ব্যবধান ২-০ হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে, ৪৫+৩ মিনিটে, আলভারেজ তৃতীয় গোলটি করে আর্জেন্তিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান।
রেড রোডের কার্নিভালে আটক তপোব্রত রায়ঃ আন্দোলনের নতুন মাত্রা
প্রথমার্ধের পরে আর্জেন্তিনা নিরাপদ অবস্থায় বিরতিতে যায়। মেসির অসাধারণ নেতৃত্বে ও প্রতিভায় দলটি নিশ্চিতভাবে এগিয়ে ছিল। ম্যাচ শেষে আর্জেন্তিনার ৬-০ জয় নিশ্চিত করে, যা তাদের শক্তিশালী ফুটবল পারফরম্যান্সের প্রমাণ।