ডঃ জয়ন্ত তপাদার, ৮ মার্চ: মূল্যবান মনুষ্য জীবন ও মহা শিবরাত্রি। স্বামী আত্মভোলানন্দ (পরিব্রাজক)। 08 মার্চ 2024 শুক্রবার মহা শিবরাত্রি। শিব শব্দের অর্থ মঙ্গল, শুভ কল্যাণ প্রভৃতি। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক, আবার প্রতীক অর্থ অবয়ব, প্রতিমা, নিদর্শন, ঈশ্বর তথা অকল্পনীয় বা বিরাট পদার্থকে কল্পনা করার সহায়ক বস্তু পভৃতি। তাই প্রতিটি মঙ্গলময় জিনিস বা ব্যক্তিত্ব হল শিবস্বরূপ। আর মঙ্গলকে আশ্রয় না করে কয়জন বাঁচতে পারে? তাই শিব সবারই আশ্রয়স্থল। তেমনি শিব ব্যক্তিত্বের ব্যক্তি মঙ্গলময় ও আশ্রয়দাতার প্রতীক। তাহলে শিবলিঙ্গ শব্দের সম্মিলিত অর্থ – যা মঙ্গলময়ের প্রতীক, কল্যাণের প্রতীক প্রভৃতি। অতএব শিব লিঙ্গ পূজা, মঙ্গলময়ের পূজা, সুন্দরের পূজা, শুভ বা কল্যাণের পূজা।
Flipkart দিল Nothing ফোন (2a)-এ বাম্পার ডিসকাউন্ট! কত টাকা কমল?
আমাদের হিন্দুদের অন্যতম প্রধান মন্ত্র : “ওঁ নমঃ শিবায় ” এই মন্ত্রের শক্তি মানব মনের বিশুদ্ধ অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে ৷ বিশ্বব্রহ্মান্ড সৃষ্টির আগে মহাশূণ্যে যে শব্দতরঙ্গ ছিল তাই “ওঁ ” ৷ যুগ যুগ ধরে হিন্দু সাধক ঋষি-মুনিরা “ওঁ ” উচ্চারণ করে ঈশ্বরের উদ্দেশ্যে তপস্যায় নিমগ্ন থেকেছেন ৷ “ওঁ/ওমঃ” (প্রনব) হল পরমেশ্বরের প্রতীক। সৃষ্টির প্রথম শব্দ ওঁ। ওঁ-এ আছে তিন অক্ষর- অ, উ, ম। তিন অক্ষরে আছে-
১।তিন দেবতাঃ- ব্রহ্মা, বিষ্ণু, শিব।
২।তিন লোকঃ- ভূ-লোক, দ্যুলোক, অন্তরীক্ষ লোক।
৩।তিন গুণঃ- স্বত্ব, রজ, তম।
৪।তিন অবস্থাঃ- স্থুল, সুক্ষ, অতি সুক্ষ।
৫।তিন কালঃ- ভূত, ভবিষ্যত, বর্তমান।
৬।তিন ধামঃ- দেবীধাম, বৈকুন্ঠধাম, গোলকধাম।
” ন, ম, শি, বা, য় ,” এই মন্ত্রে আমরা মহাদেবের জপ করি ৷ ‘ন’ মানে মাটি, ‘ম’ অর্থে জল, শি’ হলেন প্রতিভূ , বা’ মানে বায়ু বা বাতাস এবং ‘য়’ হলেন সবকিছুর প্রতিনিধিস্বরূপ৷ শিব বা মহাদেবের পাঁচটি কাজ৷ সৃষ্টি করা, পালন করা, বিশুদ্ধ করা, আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা ৷
পঞ্চভূতে আমরা তাঁর পাঁচটি কৃত্য দেখি : সৃষ্টি ভূমিতে, স্থিতি জলে, সংহার আগুনে, তিরোভাব বাতাসে এবং অনুগ্রহ আকাশে ৷
এই মন্ত্রে আমরা মাটির শক্তি, জলের তারল্য, বায়ুর গতি এবং অগ্নির উত্তাপ অনুভব করতে পারি ৷
সঠিক ভাবে “ওঁ নমঃ শিবায়” উচ্চারণ করে জপ করলে সবরকম অশুভ প্রভাব দূরে থাকে ৷ পাঁচ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে শিব জন্মরহিত, শাশ্বত, সব কারণের কারণ ৷ তিনি ‘স্ব’ স্বরূপে বিদ্যমান ৷ সব জ্যোতির জ্যোতি বা আলো ৷ তিনি তুরীয়, অন্ধকারের অতীত ৷ আদি ও অন্তহীন ৷ শিবের সমান দেবতা নেই, শিবের তুল্য গতি নেই, দানে শিবের তুল্য দেবতা নেই, যুদ্ধে শিবের তুল্য বীর নেই। তাই প্রকৃত শিবভক্তগণ শিব লিঙ্গ পূজার মাধ্যমে মঙ্গলময় করুণাময় শিবসুন্দরের মহান আশীর্বাদ লাভ করেন। আর সব শেষে শিবলিঙ্গ বা শিব মূর্তিকে প্রণাম করে বলুন:-
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বরম্।।
ওঁ নমঃ শিবায়..ওঁ নমঃ শিবায়..ওঁ নমঃ শিবায়..
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ।
ওঁ গুরু কৃপা হি কেবলম্ ….!
ডঃ জয়ন্ত তপাদার (জ্যোতিষ রত্ন উপাধি) যোগাযোগ- ৮২৫০৬২৭২০৩/ ৯৪৭৪৭৩২৯০১। ইভিএম নিউজ