ব্যুরো নিউজ, ২৯ জুন: এবার কি ইস্তফা দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং? কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছে। শোনা যাচ্ছে, বিধায়করাই নাকি তাঁর ওপর চাপ সৃষ্টি করছে পদত্যাগ করার জন্য। আর এই আবহেই দিল্লীতে বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে দেখা করেছেন মণিপুরের একাধিক বিধায়করা। তাঁরপর থেকেই এই প্রশ্ন উঠছে এবারকি তবে ইস্তফা দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী?
মহাকাশ থেকে সুনিতা ফিরতে পারবেন তো? উঠছে প্রশ্ন
গত বছর মে মাস থেকেই উত্তপ্ত মনিপুর। হিংসার আগুনে জ্বলে- পুড়ে ছাড়খাঁর। কুকি ও মেতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র আকার নিয়েছে মনিপুর। এর মধ্যেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কনভয়ে হামলার ঘটনাও ঘটে। তাঁর কয়েক দিনের মাথায় দেখা যায় বীরেন সিং-এর পাশের বাংলোয় আগুন। আর এরপরেই বিজেপি জোটসঙ্গী এনপিএফ, এনপিপি ও জেডিইউ-র বিধায়করা ইস্তফা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর উপরে চাপ সৃষ্টি করে বলে খবর।
এর মধ্যেই দিল্লীতে বিজেপির শীর্ষনেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন একাধিক বিধায়করা। তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ সকলেই। এদিকে দিল্লি যাত্রার কথা জানালেও, তা যে তাঁর ইস্তফা সম্পর্কিত নয় তা স্পষ্টও করেন মুখ্যমন্ত্রী।