manipur cm building news

ব্যুরো নিউজ, ১৬ জুন: মণিপুরে ফের অশান্তির আগুন। অবে এবার নিশানায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং? তাঁর বাড়ির পাশের বাংলোয় আগুন। একটুর জন্য শেষ রক্ষা।

চিন, জাপানের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও চলবে বুলেট ট্রেন

জানা গিয়েছে, শনিবার বিকেলে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আগুন লাগে। আর ওই বিল্ডিংয়ের পাশেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবন। ঘটনার খবর পেয়েই পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

পুলিশসূত্রে জানা গিয়েছে, যে বাড়িটিতে আগুন লেগেছিল সেটি প্রাক্তন আইএএস অফিসার তথা গোয়ার প্রাক্তন মুখ্যসচিব থাঙ্কখোপাও কিপগেনের। জানা গিয়েছে বাড়িটি ফাঁকা থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বাড়িটির নীচের তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

গত বছরের মে মাস থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মনিপুর। দিকে দিকে হিংসার ঘটনায় আগুন জ্বলে মণিপুরে। কুকি ও মেতেই এই দুই  সম্প্রদায়ের সংঘর্ষে অশান্তির পরিস্থিতি তৈরি হয় সেখানে। ভাঙচুর, হামলা, ধর্ষণ, খুনের মত ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। এদিকে দিন কয়েক আগেই মণিপুরের জিরিবামে হিংসা ছড়ানোর অভিযোগ সামনে আসে। সেখানে এক মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় ফের হিংসার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় জিরিবামে প্রায় ৭০টিরও বেশি বাড়ি-সহ একাধিক সরকারি দফতরেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনার মধ্যে সপ্তাহ খানিক আগেই সেখানকার মুখ্যমন্ত্রীর কনভয়ে ‘সশস্ত্র সন্ত্রাসবাদী’ হামলার ঘটনা ঘটে। এরপর গতকাল তাঁর পাশের বাংলোয় আগুন লাগে। তবে এও জানা গিয়েছে, যেই অঞ্চলে আগুন লাগেছে, সেখানে কুকি সম্প্রদায়ের একাধিক পরিবারের বসবাস এবং কুকিদের অফিসও রয়েছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর