ব্যুরো নিউজ, ২৪ ফেব্রুয়ারি: ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠলো মনিপুরের ডিএম ইউভার্সিটি চত্বর। ঘটনাটি ঘটেছে মনিপুরের রাজধানী ইম্ফলে। জানা গিয়েছে, বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বছর চব্বিশের ওইনাম কেনেগি নামক এক যুবকের। তাঁর সাথে আরও এক যুবক ছিল। সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মনিপুরে বিস্ফোরণ
আহত হয়েছেন বেশ কয়েকজন। নিকটবর্তী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছিলো। গত বছরের মে মাসে মেইতেইদের তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করা যায় কিনা সেই বিষয়ে ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল মনিপুর হাইকোর্ট। আদালতের ওই রায়ের পরেই আবার একবার উত্তপ্ত হয়ে ওঠে মনিপুর। ক্ষিপ্ত হয়ে ওঠে কুকিরা। দুই উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে প্রান হারান কমপক্ষে দুশোর বেশি মানুষ। এবার নিজেদের দেওয়া ওই রায় বাতিল করে মনিপুর হাইকোর্ট জানিয়েছে, তফসিলি তালিকায় উপভুক্ত করার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রের। আদালত সেই কাজে হস্তক্ষেপ করতে পারেন না। ইভিএম নিউজ