ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: শনিবার রায়গঞ্জের সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকেই প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘মোদিকে বলুন দেশ বেচবে না। দেশ বাঁচাবে এই গ্যারান্টি আগে দাও।’ ‘’প্রধানমন্ত্রী বলেন, বাংলা সরকার তাঁর কথা শোনে না। কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর? মানুষের যে সুবিধা হবে আমি সেটাই করব। নরেন্দ্র মোদির না বাংলা সরকারের পরিষেবা সুবিধার।’ প্রধানমন্ত্রীকে কার্যত এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। এই কথা বলে তৃণমূল সুপ্রিমো আরো একবার ‘মোদি গ্যারান্টি’ বনাম ‘দিদি গ্যারান্টি’ কার্যত উস্কে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রায়গঞ্জের সভা থেকে মমতার নিশানায় মোদি
এর পাশাপাশি নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোকে কেন্দ্র করেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এখন নির্বাচনের আগে দাম কমিয়েছে গ্যাস সিলিন্ডারের। তার পর কিন্তু মনে রাখবেন ফের হাজার টাকা হবে। তখন বলতে হবে, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’