Ram Krishna Mission Main accused Arrest

ব্যুরো নিউজ, ২ জুন : অবশেষে গ্রেফতার রামকৃষ্ণ মিশন কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ রায়। শিলিগুড়ি জংশন এলাকা থেকে শনিবার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে বলে খবর।

বুথে বুথে ছাপ্পা, অশান্তি! কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন বাম নেতা সৃজন

কেজিএফ গ্যাংয়ের মাস্টারমাইন্ড অলোক দাস গ্রেফতার

প্রসঙ্গত, গত ১৯ মে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা কথা করে জমি মাফিয়ারা। শুধু তাই নয় কয়েকজন সন্ন্যাসীকে আশ্রম থেকে অপহরণ করে অন্যত্র ছেড়ে দিয়ে আসে বলেও অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। চারদিন পর গ্রেফতার হয় ভক্তিনগর থানার পুলিশ কেজিএফ গ্যাংয়ের ৫ সদস্যদের গ্রেফতার করে। পরে আরও তিনজনকে গ্রেফতার করে।

BJP Helpline

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শুক্রবার রাতে ভক্তিনগর থানার পুলিশ কেজিএফ গ্যাংয়ের মাস্টারমাইন্ড অলোক দাসকে গ্রেফতার করে। এরপর শনিবার এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতারের পর শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ‘আমরা প্রদীপ রায়কে গ্রেফতার করতে পেরেছি। আরও কেউ আছে কিনা সেবিষয়ে আমাদের তদন্ত চলছে।’ এখন দেখার শিলিগুরি রামকৃষ্ণ মিশন কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ রায়ের গ্রেফতারির পর আর কী কী তথ্য পুলিশের হাতে উঠে আসে.

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর