mahalaya-tollywood-celebrities-prayer

ব্যুরো নিউজ,২ অক্টোবর:অবশেষে দেবীপক্ষের সূচনা হয়ে গেল, আর পিতৃপক্ষের অবসান ঘটল। মহালয়ার সকালে টলিউডের বিভিন্ন তারকারা দেবী দুর্গার কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। তাদের পোস্টে দেখা যাচ্ছে, তারা সামাজিক সমস্যার প্রতি সচেতনতার বিষয়ে আলকপাত করেছেন।

উৎসবের আগেই একাধিক নিয়ম বদলে গেল আয়কর

কি বললেন তারা?

অভিনেত্রী শ্রুতি দাস তার পোস্টে লিখেছেন, “দেবীপক্ষের সূচনায় একটাই প্রার্থনা—এইবারটি মর্ত্যের অসুর বিনাশ করো, মা। শুভ মহালয়া!” তিনি আগেও আরজি কর কাণ্ডের পর বিচার চেয়ে পথে নেমেছিলেন এবং মহালয়ার দিনেও সেই একই অবস্থানে রয়েছেন।মীর আফসার আলি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, “দেবীপক্ষ পক্ষপাতহীন হোক অভয়ার বিচার।” ক্যাপশনে তিনি লিখেছেন, “দেবীপক্ষের সূচনা।” মীরও এই ঘটনার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন।অন্যদিকে, অভিনেত্রী স্বস্তিকা দত্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অনুষ্ঠিত রাত দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি মশাল হাতে জমায়েতের ছবি পোস্ট করে লেখেন, “দেবীপক্ষ।” যদিও ছবিটি তার তোলা নয়, তবুও তিনি এই আন্দোলনের সঙ্গে রয়েছেন।

পুজোর আগে ছবি দিয়ে ঘর সাজাতে গিয়ে ভুল করছেন না তো? হতে পারে বাস্তুদোষ!

প্রায় তিন মাস হতে চলল আরজি কর কাণ্ডের ঘটনা  । তবে এখনও পর্যন্ত বিচার অধরা। দেবীপক্ষের সূচনায় কলকাতার বিভিন্ন জায়গায় রাত দখল এবং ভোর দখলের কর্মসূচি পালিত হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েও মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। টলিউডের তারকাদের পোস্টে তাদের অনুরাগীরা দ্রুত বিচার চেয়ে একাধিক মন্তব্য করছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করছেন।মহালয়ার দিন, দেবীপক্ষের আবহে, টলিউডের তারকারা একদিকে যেমন দেবীর কাছে প্রার্থনা করেছেন, তেমনই সামাজিক সমস্যার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর