ব্যুরো নিউজ, ২৯ জুন: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবারেও বদল করা হয়েছে পরীক্ষার সময়। জানানো হয়েছে, সকাল ১০টা ৪৫ থেকে শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা।
UGC-NET পরীক্ষার নতুন সূচি, ওএমআর নয় অন্য ‘পন্থা’য় পরীক্ষা
এদিকে গত শুক্রবারই চলতি বছরের মাধ্যমিকের স্ক্রুটিনি রিপোর্ট সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে নম্বরে গন্ডগোল ছিল। দেখা গিয়েছে সর্বাধিক ২২ নম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে পরীক্ষার্থীদের। আর রিভিউ ও স্ক্রুটিনির পর আরও ৭ জন পরীক্ষার্থী র্যাঙ্কে ঢুকছে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সূচী
১০ ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষার পরীক্ষা (বাংলা, ইংরাজি, হিন্দি, গুজরাটি, নেপালি, ওড়িয়া-সহ বিভিন্ন ভাষা)
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা (ইংরাজি প্রথম ভাষা না থাকলে ইংরাজি। ইংরাজি প্রথম ভাষা থাকলে বাংলা বা নেপালি)
১৫ ফেব্রুয়ারি শনিবার গণিত।
১৭ ফেব্রুয়ারি সোমবার ইতিহাস।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল।
১৯ ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান।
২২ ফেব্রুয়ারি শনিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।