Loksabha 2024 Re-Poll

ব্যুরো নিউজ, ৩ জুন: আজ লোকসভা ভোটের পুনর্নির্বাচন। গতকাল সন্ধ্যাতেই কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে সেই তালিকা দিয়ে ছিল নির্বাচন কমিশন। আর তাতে বারাসত ও মথুরাপুরের দুটি বুথের উল্লেখ রয়েছে।

দেশজুড়ে বাড়ল দুধের দাম। লিটার প্রতি কত টাকা বাড়ল দাম?

শেষ দফার ভোটে জয়গায় জায়গায় অশান্তির খবর সামনে আসে। কোথায় ছাপ্পা ভোটের অভিযোগ, আবার কোথাও কোথাও ভুয়ো ভোটার ও ভুয়ো এজেন্টের ছড়াছড়ির  অভিযোগ। এমনকি অন্যান্য দলের এজেন্টদের মারধর করে বুথে বসতে না দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  কোথাও কোথাও বিক্ষোভের ঘটনাও সংবাদ মাধ্যমের সামনে আসে। বাম থেকে বিজেপি সকলেই এই অভিযোগ তুলে সরব হয়।

এক্সিট পোল: জয়ের ধারা অব্যাহত! হাটট্রিক গেরুয়া শিবিরের

রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করে, তাতে বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়া ৬১ নম্বর বুথ ও মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথ শ্রীচৈতন্য বিদ্যাপীঠে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুই বুথে ভোটগ্রহণ।

BJP Helpline

তবে বিজেপির ১২টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায়। বিজেপির সেই তালিকায় ছিল কাকদ্বীপের এই বুথটিও। এছাড়াও বিজেপি সন্দেশখালি, ডায়মন্ড হারবারের একাধিক বুথেও পুনর্নির্বাচনের দাবি তোলে। তবে রাসত ও মথুরাপুরের দুটি বুথে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এই দুই জায়গায় যেভাবে ভোট হয়েছে তা সঠিক হয়নি বলে রিপোর্ট এসেছে কমিশনে। এরপরই গতকাল প্রথমবার দুটি বুথে রিপোলের কথা জানাল নির্বাচন কমিশন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর