Abhijit Ganguly Win

ব্যুরো নিউজ, ২৫ মে : কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে বারবারই সওয়াল করেছে গেরুয়া শিবির। নির্বাচনের সময় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো জরুরি এমনটাও দাবি জানিয়েছে গেরুয়া শিবির। কারণ রাজ্য পুলিশ পক্ষপাতিত্ব করে এমন অভিযোগও বারবার তুলেছে বিজেপি। কিন্তু এবার ষষ্ঠ দফার নির্বাচনে সেই কেন্দ্রীয় বাহিনীর দিকেই আঙুল তুললেন বিজেপি প্রার্থী। পূর্ব মেদিনীপুরের লোকসভা কেন্দ্রগুলিতে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু সেই বাহিনীর কাজে অসন্তোষ প্রকাশ ককলে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় আর এক বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সেটিংয়েরও অভিযোগ তুলেছেন। যাকে কেন্দ্র করে সরগরম ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন।

অনন্তনাগে ধরনায় মেহবুবা মুফতি। পিডিপি কর্মীদের আটক করায় ক্ষোভে ফেটে পড়েন তিনি
তৃণমূলের সঙ্গে ‘ম্যাচ ফিক্সিংয়’-এর অভিযোগ হিরণের

নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন এলাকয় ঘুরতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী অভিযোগ গঙ্গোপাধ্যায়কে। কোথাও কোনও গণ্ডগোলের খবর পেলে সেখানেই ছুটে গিয়েছেন তিনি। শুধু তাই নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ শুক্রবার রাত থেকেই নন্দীগ্রামে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তিন-চার হাজার পুলিশ গাড়ি নিয়ে গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমনকী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশও করেন বিজেপি প্রার্থী। ‘কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।’ এমন ভাষাতেও কটাক্ষ করেন তিনি।

BJP Helpline

অন্যদিকে এদিন সকাল থেকেই ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে তাঁর বচসাও হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও গণ্ডগোলে জড়িয়ে পরেন হিরণ। এমনকি তাঁর অভিযোগ তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। প্রসঙ্গত এত দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তুলত তৃণমূল। এবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলল বিজেপি। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর