ভারতে খেলতে আসছেন লিওনেল মেসি

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:১৪ বছর পর আবার দেশের মাটিতে দেখা যাবে ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। ২০২৫ সালে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির দল আর্জেন্টিনা। বুধবার কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান এই খবর নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় সরকারের কর্মীদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর! এই সিদ্ধান্তে কি বললেন পিআইবি

এবার কেরলে মেসি-ম্যাজিক

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পেনে গিয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠক সেরে এসেছেন তারা। সেই বৈঠকের  ম্যাচ আয়োজনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ম্যাচটি ২০২৫ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। স্টেডিয়ামের বিশাল গ্যালারি প্রায় ৬০,০০০ দর্শক ধারণ করতে সক্ষম। ম্যাচের আয়োজন খরচ বহন করবেন কেরলের শিল্পপতিরা।

৩০ দিন ভেন্টিলেশনে , চিকিৎসার চমকে নতুন জীবন পেল ৫ বছরের শিশু

এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। কেরলের ক্রীড়ামন্ত্রী আরও জানান খুব শীঘ্রই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তারা কেরলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন। এর পাশাপাশি ফিফা ও কেরল সরকার যৌথভাবে একটি ফুটবল অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা করছে। যা কেরলের তরুণ প্রতিভাদের আরও উৎসাহিত করবে।

কেরল বরাবরই ফুটবলপ্রেমে উজ্জীবিত রাজ্য। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় মেসি-ভক্তদের উদযাপন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল। সারা ভারতের ফুটবলপ্রেমীরাও এই ম্যাচ নিয়ে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।

 উত্তর ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুঃ সুইসাইড নোটের সূত্রে গ্রেফতার এক মহিলা

এর আগেও ২০১১ সালে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে উপস্থিত ছিলেন প্রায় ১ লক্ষ দর্শক। এবার কেরলে মেসি-ম্যাজিক দেখার জন্যও সমান উৎসাহ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর