গঙ্গায় ঝাঁপ

ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :গত শুক্রবার দুপুরে হুগলি নদীর জলপথে এক চমকপ্রদ ঘটনা ঘটল যা দেখলে যে কেউ অবাক হবেন। এমভি জলভোর নামের একটি লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। ঘটনাটি ঘটেছিল বাগবাজার থেকে হাওড়ার দিকে চলমান লঞ্চে। যুবকটি বর্ধমানের বাসিন্দা এবং কলকাতায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য পরিবারের সঙ্গে লঞ্চে ওঠেন। কিন্তু লঞ্চ যখন মাঝ গঙ্গায়, তখনই তার আচমকা ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে।

‘অনেক ক্ষেত্রেই অবসাদে মানুষ মোটা হয়, আমি নিজে তার উদাহরণ! কি বললেন শ্রীলেখা মিত্র 

লঞ্চে তুলে আনেন যুবককে

বক্স অফিসে চলছে জমজমাট লড়াই, ‘সিঙ্গাম এগেইন’ নাকি ‘ভুল ভুলাইয়া ৩’ আয়ের দিক থেকে কে এগিয়ে?

লঞ্চের অন্যান্য যাত্রীরা চিৎকার শুরু করেন, যা শুনে লঞ্চের নোঙর করার দায়িত্বে থাকা কর্মী কমল মজুমদার সবার আগে বয়া (জীবন রক্ষাকারী টিউব) নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন। ঝুঁকি নিয়ে তিনি অনেক চেষ্টার পর ওই যুবককে উদ্ধার করেন। এরপর লঞ্চে তুলে আনেন।

এই ঘটনার পর হুগলি নদী জলপথের ডিরেক্টর অজয় দে জানান, উদ্ধারকৃত যুবক বলেছেন যে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অনেক টাকা পাওনা থাকলেও কেউ তা ফেরত দিচ্ছিল না। আর তাই সে হতাশ হয়ে গঙ্গায় ঝাঁপ দেয়। তবে উদ্ধারকৃত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন। তার পরিজনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর