LIC

রাজীব ঘোষ, ২১ সেপ্টেম্বর: LIC এজেন্ট ও কর্মীদের জন্য সুখবর | কী ঘোষণা কেন্দ্র সরকারের?

দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এজেন্ট ও কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। যার ফলে তারা যথেষ্ট উপকৃত হতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, LIC ভারতে বীমা প্রসারকে আরও ব্যাপকভাবে করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই পদক্ষেপের ফলে ১৩ লক্ষের বেশি এজেন্ট ও ১ লক্ষেরও বেশি কর্মচারীরা উপকৃত হবেন। যাতে এলআইসি এজেন্টদের Gratuity-র সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও পুনর্নবীকরণ কমিশনের জন্য যোগ্যতা, মেয়াদী বীমা কভার ও পারিবারিক পেনশনের অভিন্ন হারের ক্ষেত্রেও কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী ঘোষণা করেছে একবার দেখে নেওয়া যাক।

পলিসি বাতিল হয়েছে? ফের চালুর সুযোগ দিচ্ছে LIC

প্রথমত, এলআইসির এজেন্টদের গ্র‍্যাচুইটির সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এতে এজেন্টদের আর্থিক অবস্থার উন্নতি হবে, আরও বেশি সুবিধা পাবেন।

দ্বিতীয়ত, এলআইসির এজেন্টদের পুনর্নবীকরণ কমিশনের জন্য পুনর্নিযুক্তির পরে যারা আসেন, তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এতে তাদের আর্থিক পরিস্থিতির স্থিতিশীলতা থাকবে।

তৃতীয়ত, এলআইসি এজেন্টের মেয়াদী বীমার কভার ৩ হাজার ও ১০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার ও ১ লক্ষ ৫০ হাজার টাকা করা হয়েছে। সরকার এলআইসি এজেন্টদের পরিবারের আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত করতে চাইছে।

চতুর্থত, এলআইসির কর্মচারীরা ৩০ শতাংশের সমান হারে পারিবারিক পেনশনের (Family Pension) সুবিধা পাবেন। এটি এলআইসি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই পদক্ষেপগুলি এলআইসি এজেন্ট ও কর্মচারীদের জন্য যথেষ্ট উপকারী হবে। পাশাপাশি তাদের কাজের ক্ষেত্রে উন্নতি করবে বলে মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর